Thursday, October 26

কানাইঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে গত বুধবার সকাল ৭ টায় কানাইঘাট পৌরসভার শাহবাগ সড়কের রামপুর গ্রামের ষ্টীল ব্রিজের পাশ থেকে ৫০ বোতল ভারতীয় ফেনিসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের দিক নির্দেশনায় থানার এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই চন্দন কুমারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেনিসিডিলসহ জকিগঞ্জ উপজেলার বালিগ্রামের বশির আলীর পুত্র মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে হাতে নাতে গ্রেফতার করলেও তার এক সহযোগী পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায়। এঘটনায় ধৃত মাদক ব্যবসায়ী কামরুল ও তার সহযোগী কানাইঘাট সাঁতবাক ইউপির জুলাই নয়ামাটি গ্রামের মসাই মিয়ার পুত্র আশিক উদ্দিনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই পিযুষ কান্তি দেবনাথ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। থানার মামলা নং ১০ তাং- ২৫-১০-১৭।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়