Sunday, October 8

কানাইঘাটে শফিকুর রহমান চৌধূরী ! নারী শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হচ্ছে


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্ব শান্তির অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে শিক্ষাক্ষেত্র সহ সারাদেশে সকল ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সৃষ্টি হয়েছে। দেশকে নিরক্ষর মুক্ত এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল-কলেজ, মাদ্ধসঢ়;রাসা নির্মাণের পাশাপাশি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে শিক্ষাদীক্ষায় এবং খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রীয় অংশগ্রহণ সহ সকল ক্ষেত্রে অবদান রাখার জন্য মেয়েদের উচ্চ শিক্ষা সহ সকল ক্ষেত্রে উপবৃত্তি প্রদান এবং বছরের শুরুর দিকে বিনামূল্যে কোটি কোটি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, শুধুমাত্র শিক্ষা অর্জন করলে হবে না, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। বাবা-মা ও বড়দের সম্মান করতে হবে, তাহলেই শিক্ষার মূল উদ্দেশ্য সাধন হবে। নারী সমাজ দিন দিন তাদের যোগ্যতা রেখে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। শফিকুর রহমান চৌধুরী গতকাল রবিবার বিকেল ২টায় কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আজমল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আ’লীগ নেতা আলহাজ্ব এম.এ মুমিন চৌধুরী, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ড সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, ১৫নং ওয়ার্ড সদস্য হাজী আলমাছ উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে রফিক আহমদ, উপাধ্যক্ষ লোকমান হোসেইন, মাসুদ আহমদ চেয়ারম্যান, জালাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, ফখরুদ্দিন শামীম, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ। স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক ও স্কুলের শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রতিষ্ঠানটি নানা সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী বলেন, কানাইঘাট উপজেলার প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম.এ রকিব কানাইঘাটের নারী সমাজের শিক্ষার উন্নয়নে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করায় আজকে এ প্রতিষ্ঠান থেকে শত শত মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে অবদান রেখে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি’র সাথে কথা বলে নতুন একাডেমিক ভবন নির্মাণের আশ্বস প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়