Friday, September 8

ওয়েস্ট ইন্ডিজে ইরমার তাণ্ডবে নিহত ১০

ওয়েস্ট ইন্ডিজে ইরমার তাণ্ডবে নিহত ১০
কানাইঘাট নিউজ ডেস্ক: ক্যারিবীয় অঞ্চল ওয়েস্ট ইন্ডিজের ছোট কয়েকটি দ্বীপকে ধ্বংসস্তুপে পরিণত করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা। এ ঘটনায় নিহত হয়েছে অন্ততপক্ষে ১০ জন। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) স্কেলে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন দুই দ্বীপ মার্টিন ও সেইন্ট বার্থেলেমেতেও তাণ্ডব চালিয়েছে ইরমা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পেরিয়ে ইরমা শনিবারের মধ্যেই যুক্তরাষ্টের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভির চেয়েও এটি বেশি ধ্বংসযজ্ঞের সক্ষমতা রাখে।

আগে থেকেই ‘ভয়াবহ বিপর্যয়ের’ ইঙ্গিত দেওয়া ইরমা বড় ধরণের ধ্বংসলীলা চালিয়েছে অ্যান্টিগা ও বারবুড়াতে।

ক্যারিবীয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড়টি শনি বা রোববারের মধ্যে ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার আশঙ্কা করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়