Wednesday, September 6

পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে সেলিম উদ্দিন এমপির উদ্যোগে সৌর স্ট্রীট লাইট স্থাপন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সেলিম উদ্দিনের বরাদ্দকৃত সোলার সড়ক বাতি কানাইঘাট পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে। গত দু’দিন ধরে পাতাকূঁড়ি সোলার কোম্পানীর মাধ্যমে পৌরসভার উপজেলা রোড, কানাইঘাট থানা মোড়, মুশাহিদ সেতুর উভয় পাশে বাইপাস মোড়ে সোলার সড়ক বাতি (স্ট্রীট লাইট) লাগানো হয়েছে।  বুধবার (৬ সেপ্টেম্বর) স্থাপনকৃত সৌর বিদ্যুৎ সড়ক বাতির স্থানগুলো পরিদর্শন করেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা বিএনপি নেতা হাজী জসীম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকপার্টির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুব সংহতির সভাপতি সেলিম উদ্দিন, কানাইঘাট পৌর যুব সংহতির সভাপতি মানিক উদ্দিন, জাপা নেতা জাকারিয়া, আ’লীগ নেতা ইকবাল হোসেন, ব্যবসায়ী নুরুল আমিন, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মাষ্টার কামাল উদ্দিন, ব্লাড ফাইটার্স কানাইঘাটের নেতৃবৃন্দ। স্থাপিত সড়ক বাতির স্থানগুলো পরিদর্শন করে পৌরসভার জনগুরুত্বপূর্ণ সেলিম উদ্দিন এমপি কর্তৃক পৌরসভাকে আলোকিত করার জন্য এ ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসীর পক্ষে মস্তাক আহমদ পলাশ সেলিম উদ্দিন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কানাইঘাটে গুরুত্বপূর্ণ সকল জায়গায় তিনি সৌর বিদ্যুৎ স্ট্রীট লাইট স্থাপন করবেন। উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানিয়েছেন পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে ১৯টি সৌর স্ট্রীট লাইট স্থাপন করা হবে। আনুষ্ঠানিক ভাবে সুধী সমাবেশের মাধ্যমে এমপি সেলিম উদ্দিন সড়ক বাতির উদ্বোধন করবেন বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়