Tuesday, September 12

তামিমদের ম্যাচ দেখাবে যারা

তামিমদের ম্যাচ দেখাবে যারা

কানাইঘাট নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

গাদ্দাফি স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দু’দল।


ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি (বাংলাদেশ), টেন স্পোর্টস, পিটিভি স্পোর্টস (পাকিস্তান), ইয়ুপ টিভি (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা), ডি স্পোর্টস (ভারত), প্রাইম টিভি (যুক্তরাজ্য), উইল টিভি (যুক্তরাষ্ট্র), ডায়লগ (শ্রীলঙ্কা), সুপার স্পোর্টস (আফ্রিকা), ক্রিকেট গেটওয়ে (অনলাইন লাইভ স্ট্রিমিং), রেডিও পাকিস্তান-১০৬.২ এফএম (রেডিও)।

২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফলতার মুখ দেখছে।

বিশ্ব একাদশ স্কোয়াড:

হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।

পাকিস্তান স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মন রইস, উসমান শিনওয়ারি ও সোহেল খান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়