কানাইঘাট নিউজ ডেস্ক: “আমি সবসময় গ্যাংস্টার হতেই চেয়েছিলাম,” হঠাৎ এমন মন্তব্য করে সবাইকে অবাক করে দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল৷
তবে না, তেমন কিছু নয়, আসলে তিনি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে সাচ্ছন্দ্য বোধ করেন। তাই এমন মন্তব্য করেছেন৷
ড্যাডি সিনেমায় ‘অরুণ গোয়লি’ নামে রিল লাইফ ডন চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। এ প্রসঙ্গেই তিনি জানান, “থার্ডওয়ার্ল্ড নিজেকে এক্সপ্লোর করার জন্য সবচেয়ে আদর্শ জায়গা, অন্তত দর্শকের কাছে বেশ এক্সাইটিং, আভিনেতা হিসেবে আমি এই চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমাকে যখন ‘আর্জুন গোয়ালি’ আর্শীবাদ করছিলেন তখন আমি বেশ খুশি হয়েছিলাম….আমি সবসময় গ্যাংস্টার হতে চেয়েছিলাম।”
সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয়, কেন বার বার গ্যাংস্টারই হতে চান তিনি? উত্তরে অভিনেতা বলেন, “আমাদের সকলের মধ্যেই গ্যাংস্টার লুকিয়ে আছে, বিশেষ করে ফিল্ম ইণ্ডাস্ট্রিতে আমরা সবাই কোন না কোন ভাবে গ্যাংস্টার”।
অভিনেতার বলতে চেয়েছেন, সকলেই জানে আন্ডারওয়ার্ল্ড-এর অস্তিত্বের কথা, তবে এর মানে এই নয় যে সবাই সেখানে যোগ দিতে চায়। “ড্যাডি” ছবিতে অর্জুন রামপাল ৫০-৬০ দশকের রাজনীতিতে গ্যাংস্টারের চরিত্রে রয়েছেন।
তবে না, তেমন কিছু নয়, আসলে তিনি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে সাচ্ছন্দ্য বোধ করেন। তাই এমন মন্তব্য করেছেন৷
ড্যাডি সিনেমায় ‘অরুণ গোয়লি’ নামে রিল লাইফ ডন চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। এ প্রসঙ্গেই তিনি জানান, “থার্ডওয়ার্ল্ড নিজেকে এক্সপ্লোর করার জন্য সবচেয়ে আদর্শ জায়গা, অন্তত দর্শকের কাছে বেশ এক্সাইটিং, আভিনেতা হিসেবে আমি এই চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমাকে যখন ‘আর্জুন গোয়ালি’ আর্শীবাদ করছিলেন তখন আমি বেশ খুশি হয়েছিলাম….আমি সবসময় গ্যাংস্টার হতে চেয়েছিলাম।”
সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয়, কেন বার বার গ্যাংস্টারই হতে চান তিনি? উত্তরে অভিনেতা বলেন, “আমাদের সকলের মধ্যেই গ্যাংস্টার লুকিয়ে আছে, বিশেষ করে ফিল্ম ইণ্ডাস্ট্রিতে আমরা সবাই কোন না কোন ভাবে গ্যাংস্টার”।
অভিনেতার বলতে চেয়েছেন, সকলেই জানে আন্ডারওয়ার্ল্ড-এর অস্তিত্বের কথা, তবে এর মানে এই নয় যে সবাই সেখানে যোগ দিতে চায়। “ড্যাডি” ছবিতে অর্জুন রামপাল ৫০-৬০ দশকের রাজনীতিতে গ্যাংস্টারের চরিত্রে রয়েছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়