Tuesday, September 12

রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে কানাইঘাটে স্মরণকালের বৃহত্তম গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক: সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শায়খুল হাদিস বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর আহবানে কানাইঘাটের সর্বস্থরের তৌহিদী জনতার ডাকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন এবং তাদের বসত বাড়ীতে অগ্নিসংযোগ এবং জন্মস্থান থেকে বিতাড়িত করার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাটে স্মরণকালের বৃহত্তম প্রতিবাদী বিক্ষোভ গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আল্লামা লক্ষীপুরীর আহবানে সাড়া দিয়ে রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধের দাবীতে দলমতের উর্ধ্বে উঠে শত শত আবাল,
বৃদ্ধ বণিতা প্রতিবাদী গণমিছিলে অংশগ্রহণ করার জন্য দারুল উলূম মাদ্রাসায় সকাল থেকে জড়ো হতে থাকেন। বিকেল ২টায় সেখান থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিয়ানমারের সামরিকবাহিনী, শাসকগোষ্ঠী এবং বৌদ্ধ ভিক্ষু সন্ত্রাসীদের বিরুদ্ধে নানা ধরনের প্লেকার্ড বহন ও গগণবিরোধী স্লোগানের মাধ্যমে গণমিছিলটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে বাস স্ট্যান্ডে এসে বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির সদস্য ক্বারী মাওঃ হারুনুর রশিদ চতুলীর পরিচালনায় বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, রাজনীতিবিদ শিল্পপতি আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাওঃ আব্দুল কাদির, মাওঃ
আব্দুল মুমিন, মাওঃ ইসমাইল দুর্লভপুরী, মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ জমিল আহমদ, মাওঃ এবাদুর রহমান, মাওঃ হা. জালাল উদ্দিন, মাওঃ হা. নজির আহমদ, যুবনেতা মাসুক আহমদ, মাওঃ বদরুল ইসলাম আল-ফারুক, ছাত্রনেতা ইমাদ উদ্দিন লাহিন, আসাদ আহমদ, হারিছ উদ্দিন, জুনেদ শামসী, রায়হান উদ্দিন, মাওঃ এবাদুর রহমান, হা. গিয়াস উদ্দিন, হাজী জসিম উদ্দিন, মাওঃ সাদ উদ্দিন, শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আহমদ সোলেমান, সুহেল তালুকদার, হা. মারুফ আহমদ, গোলাম কিবরিয়া, হা. ইয়াহিয়া, মাওঃ বদরুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়