Saturday, September 9

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষকদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেটের অন্যতম ধর্মীয় বিদ্যাপীঠ কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.) এর মাজার জিয়ারত করেছেন। শনিবার বাদ যোহর প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ মাদ্রাসার মুহতমিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মাদ্রাসার শায়খুল হাদিস মাওঃ শামসুদ্দিন দুর্লভপুরী, মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী সহ মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় মাদ্রাসার মুহতমিম প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে মোবারকবাদ জানিয়ে বলেন, কানাইঘাটের কর্মরত সাংবাদিকরা সবসময় দেশ ও জাতির পক্ষে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। কানাইঘাটের ধর্মীয় ঐতিহ্য রক্ষা, এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের খেদমত করে যাচ্ছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা। তিনি আগামী দিনে কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের আরো অগ্রণী ভূমিকা পালন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য আহবান জানান। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে দারুল উলূম মাদ্রাসা সহ এখানকার কৌমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সব সময় অতিতের মতো সহযোগিতা করে যাবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, কার্যনির্বাহি কমিটির সদস্য বাবুল আহমদ, প্রাথমিক সদস্য শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, সহযোগী সদস্য মাহফুজ সিদ্দিকী, মুমিন রশিদ, আহমেদুল কবির মান্না, মাদ্রাসা শিক্ষক মাওঃ নজির আহমদ, মাওঃ আব্দুল কাদির, মাওঃ বদরুল ইসলাম আল-ফারুক, টিটিবি প্রতিনিধি দুদু মিয়া প্রমুখ। মতবিনিময় শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.) এর মাজার জিয়ারত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়