Monday, September 18

জয়ের পথে নওয়াজ শরিফের স্ত্রী

জয়ের পথে নওয়াজ শরিফের স্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনের উপনির্বাচনে জয়ের পথে রয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী ও নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ।

রোববার অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

পানামা পেপার্স কেলেঙ্কারি মামলার শুনানিতে গত জুলাইয়ে সুপ্রিম কোর্ট জানায়, তথ্য গোপন করে নওয়াজ শরিফ সৎ সংসদ সদস্য হিসেবে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এরপরই পদত্যাগ করেন নওয়াজ। এর ফলে ক্ষমতা থেকে সরে যাওয়ায় তার লাহোর-১২০ আসনটি শূন্য হয়ে পড়ে। রোববার এই আসনে উপনির্বাচন হয়। বিকেলে ভোট শেষ হওয়ার পর চলছে ভোট গণনা।

এই আসনে কুলসুম নওয়াজের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইয়ের নেত্রি ইয়াসমিন রশিদ। আগে থেকেই ধারণা করা হচ্ছিল, এই আসনটিতে কুলসুম ও ইয়াসমিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

জিও নিউজ অনির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ১৩৩টি ভোটকেন্দ্রে ৩৪ হাজার ৯১২ ভোট পেয়েছেন কুলসুম নওয়াজ। আর ইয়াসমিন পেয়েছেন ৩০ হাজার ২৯৭ ভোট। নির্বাচন কমিশন অবশ্য এখনো সব ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করতে পারেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়