Sunday, September 10

তোহা-তহুরার বাবাকে চাকরি দেয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

তোহা-তহুরার বাবাকে চাকরি দেয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে উঠা তোফা-তহুরার বাবা রাজু মিয়াকে চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ রোববার ১০ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময়ে তোফা-তহুরাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানাতে গিয়ে এই ঘোষণা দেন মন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা চাই তারা (তোফা-তহুরা) ভালো থাকুক। মানসম্মত ও উন্নত চিকিৎসায় তারা বড় হয়ে উঠুক। এই কৃষক পরিবার এখন কোথায় যাবে? আমি অবশ্যই পরিবারটিকে দেখব। তোফা-তহুরার বাবার চাকরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।'

গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম শরীর জোড়া লাগানো অবস্থায় তোফা-তহুরার জন্ম দেন। গত বছরের ৮ অক্টোবর ঢামেকে অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়।

পরে গত ৩ আগস্ট দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করে তাদের শরীর আলাদা করা হয়। ওইদিন সকাল ৮টায় শুরু হয় জটিল ও ঝুঁকিপূর্ণ এ অস্ত্রোপচার। বিকেল পাঁচটায় শিশু দুটিকে সফলভাবে আলাদা করেন চিকিৎসকরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়