Tuesday, September 12

কানাইঘাট গোয়ালজুর আদর্শ সংঘের কমিটি গঠন এবং শিক্ষা সফর সম্পন্ন


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের নতুন কার্যকরি কমিটি গঠন এবং শিক্ষা সফর পৃথকভাবে সম্পন্ন হয়েছে। গত ১ সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি রোজ শুক্রবার সকাল ৮ টায় সংঘের কার্যকরি কমিটি গঠন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় শিক্ষা সফর সম্পন্ন হয়েছে ৪ সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি সোমবার। ঐতিহ্যবাহী গোয়ালজুর দারুল হুদা মাদ্রাসা মিলতায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ সেলিম উদ্দিন। প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম.সি.কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম এর পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামিক টিভি ও পিস টিভির সুবক্তা শায়খ হারুন হোসাইন। প্রধান অতিখি ছিলেন গাছবাড়ী মডার্ণ একাডেমীর সাবেক শিক্ষক আব্দুল মতিন। বিশেষ অথিতি ছিলেন ঢাকা দারুসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা ঈসমাইল মাদানী, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এখলাছুর রহমান, সীমান্তিক কলেজের প্রভাষক সৈয়দ এবাদুর রহমান,রেজওয়ানুল করিম, শাবিপ্রবি শিক্ষার্থী এহসানে এলাহী প্রমুখ। উক্ত সভায় অংশগ্রহণকারীরা তাদের মূল্যবান মতামত তুুলে ধরেন। শিক্ষা-দীক্ষায় কিছুটা পিছিয়ে পড়া অত্র এলাকাকে আলোকিত করে সমৃদ্বির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান পরিকল্পনা গৃহীত হয়।
প্রাণবন্ত আলোচনা শেষে উপস্থিত ৪৫ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট ২০১৭ - ২০১৯ সালের কার্যকরি পরিষদ গঠন করা হয়। কার্যকরি কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি রেজওয়ানুল করিম, সহ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক তারেক মনোয়ার, শিক্ষা- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সালমান আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক শামিম আহমদ, সহ প্রচার সম্পাদক মারুফ আহমদ,সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল গাফফার। কার্যকরি সদস্যরা হলেন সৈয়দ এবাদুর রহমান,আবুল কালাম, সেলিম উদ্দিন, আমিনুল ইসলাম,হাফেজ ইমরান, শহিদুর রহমান ইমরান, এহসানে এলাহি। নতুন কার্যকরি পরিষদের উদ্যোগে সকল সদস্যদের নিয়ে সিলেট শহর ও আশ - পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, চা বাগান, পার্ক ও মনোরম স্হাপনা সমুহ ঘুরে দেখেন। প্রতি বছর এভাবেই দেশের বিভিন্ন স্হানে শিক্ষা সফর ও পিকনিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়