Wednesday, September 6

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত ইউএইচও’র সাথে মস্তাক আহমদ পলাশের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত ইউএইচও ডাঃ খায়রুল বাশারের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বুধবার বিকেল ২টায় নবাগত ইউএইচও ডাঃ খায়রুল বাশারের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করে হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। এসময় তিনি বলেন, নানা সমস্যায় জরজরিত উপজেলার ৩ লক্ষ মানুষের সু-চিকিৎসার এক মাত্র এ সরকারী হাসপাতালে যেমন ডাক্তার সংকট অন্যান্য প্রসাশনিক অনেক পদও শূন্য রয়েছে। সরকারী ঔষধ সুষ্টভাবে বিতরণ এবং হাসপাতালে এসে জনসাধারণ যাতে করে সুষ্ট চিকিৎসা সেবা পান এজন্য নবাগত ইউএইচও ডাঃ খায়রুল বাশারকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। সেই সাথে হাসপাতালের বিরাজমান সমস্যা নিরেশন, জলবদ্ধতা দূরিকরনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এলাকার সুধীজনদের নিয়ে শিগ্রিই একটি মতবিনিময় সভার আয়োজন করতে ডাঃ খায়রুল বাশারের প্রতি তিনি অনুরুদ জানান। মতবিনিময় সভায় নবাগত ইউএইচও ডাঃ খায়রুল বাশার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা কামনা করে বলেন, আমি সিলেট সিওমেক হাসপাতালে কর্মরত ছিলাম, সেখান থেকে কানাইঘাটে ২৯ আগস্ট যোগদান করেছি। ইনশাল্লাহ সকলের সহযোগিতা নিয়ে কানাইঘাটের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের যতটুকু সামর্থ রয়েছে তা দিয়ে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাব। তিনি হাসপাতালের না না সমস্যা তুলে ধরে তা নিরশনে উপজেলা পরিষদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক খলিল আহমদ, আ’লীগ নেতা ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা অফিসের সহকারী মারুফ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়