Thursday, September 7

টিভি সেটের সামনে বসেই করা যেতে পারে যেসব কাজ

টিভি সেটের সামনে বসেই করা যেতে পারে যেসব কাজ
কানাইঘাট নিউজ ডেস্ক: যদিও টেলিভিশন দেখা কোনো সৃজনশীল কাজ নয়, তারপরও টেলিভিশন সেটের সামনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর অভ্যাস অনেকেরই আছে। কিন্তু চাইলেই টেলিভিশন দেখার সময়টাও করে তুলতে পারেন আরো অর্থবহ। জেনে নেয়া যাক টিভি সেটের সামনে বসেই করতে পারেন যে ৩৬ কাজ।

১. পত্রিকা বা ম্যাগাজিন পড়তে পারেন
২. ই-মেইল পাঠাতে বা চেক করতে পারেন
৩. কাপড় ইস্ত্রি করতে পারেন
৪. রিসিপ্ট বা বিল বাছাই ও গুছিয়ে নিতে পারেন
৫. নখ কাটা, পরিস্কার করা বা নেইলপলিশ লাগিয়ে নিতে পারেন
৬. আগামীকাল বা আগামী সপ্তাহে যা যা করবেন তার তালিকা তৈরি করতে পারেন
৭. রান্নার জন্য নতুন কোনো রেসিপি খুঁজতে পারেন
৮. আপনার মানিব্যাগ বা কাধের ব্যাগ গুছিয়ে নিতে পারেন
৯. স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ অর্গানাইজ করতে পারেন
১০. কম্পিউটারের সফটওয়্যার আপডেট করতে পারেন
১১. যোগ ব্যায়াম করতে পারেন
১২. সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রোফাইল আপডেট করতে পারেন
১৩. আপনার সারা সপ্তাহ বা মাসের বাজেট তৈরি করতে পারেন
১৪. অনলাইনে চাকরির খোঁজ করতে পারেন
১৫. হাউজপ্ল্যান্টে পানি দিতে পাবেন
১৬. ফোনের ইনবক্স পরিস্কার করতে পারেন
১৭. মানিব্যাগ থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করতে পারেন
১৮. কাপড় ভাজ করতে পারেন
১৯. ঘড়ের মেঝে পরিস্কার করতে পারেন
২০. ফেসবুক ব্যবহার করতে পারেন
২১. অ্যালবামে ছবি গুছিয়ে রাখতে পারেন
২২. ইলেকট্রনিকস পণ্য চার্জ করে রাখতে পারেন
২৩. কাপড়ে সৌখিন সেলাইয়ের কাজ করতে পারেন
২৪. ব্লগ লিখতে পারেন
২৫. সারাদিনের কাজের হিসাব-নিকাশ করতে পারেন
২৬. স্কেচ করা বা ছবি আঁকতে পারেন
২৭. হালকা স্ন্যাকস্ খেয়ে নিতে পারেন
২৮. বাজারের তালিকা তৈরি করতে পারেন
২৯. হালকা ব্যায়াম সেরে নিতে পারেন
৩০. জুতো পরিস্কার করতে পারেন
৩১. শেলফের বই পরিস্কার বা গুছিয়ে রাখতে পারেন
৩২. কোনো বাদ্যযন্ত্র বাজানোর অনুশীলন করতে পারেন
৩৩. চুলের যত্ন নিতে পারেন
৩৪. ঘরের আসবাবের অবস্থান পরিবর্তন করতে পারেন
৩৫. সিডি বা ডিভিডি গুছিয়ে রাখতে পারেন
৩৬. রিমোটের ব্যাটারি পরিবর্তন করতে পারেন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়