Saturday, September 9

কানাইঘাটে জুলাই যুব সমাজের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সাতবাক ইউপির বৃহত্তর জুলাই যুব সমাজের উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, নৃশংসভাবে হত্যা ও দ্বিজাতিবাদের প্রতিবাদে বারমা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। মাওঃ আব্দুল কাহিরের সভাপতিত্বে ও যুবনেতা ফরহাদ আহমদের পরিচালনায় প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হারিছ, ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল, সাবেক ইউপি সদস্য হারিছ উদ্দিন নোমানী, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান। রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা বন্ধের দাবীতে বক্তব্য রাখেন, জামিল আহমদ, নজির আহমদ, মাওঃ আব্দুল হালিম, মাওঃ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, আব্দুল মুমিন, শামিম আহমদ, হাঃ আব্দুস শহিদ, শাহিদ আহমদ, আশরাফ আহমদ, হাবিব আহমদ, সুলতান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন, ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সময় এদেশের কবি, সাহিত্যিকরা পাকিস্থানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরনের মাধ্যমে দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজ মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন, হত্যাযজ্ঞ তাদের জন্মস্থান থেকে বিতাড়িত করার জন্য মায়ানমারের শাসকগোষ্ঠী ও সামরিক বাহিনী যেসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে একটি নিকৃষ্টতম কালো অধ্যায়। বিশে^র যে কোন দেশে কোন ধর্মের মানুষের উপর এ ধরনের বর্বোরোচিত নির্যাতন হলে আমাদের সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ করতে বাংলাদেশ সরকারকে কার্যকরি ভূমিকা রাখার আহ্বান জানান

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়