Sunday, September 17

চার মাসের জন্য ডেম্বেলেকে হারাল বার্সা

চার মাসের জন্য ডেম্বেলেকে হারাল বার্সা
কানাইঘাট নিউজ ডেস্ক: ইনজুরির কারণে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকবেন বার্সার তরুণ তুর্কী উসমান ডেম্বেলেকে।

স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বড় ধরনের ইনজুরিতেই পড়েছেন ডেম্বেলে। ইনজুরির কারণে তাকে সার্জারির মুখোমুখি হতে হবে। আর সে কারণেই তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকবেন ডেম্বেলে।

শনিবার স্প্যানিশ লা লিগায় গেটাফের বিপক্ষে ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ডেম্বেলে। প্রামথিকভাবে মনে করা হচ্ছিল, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডেম্বেলেকে। নতুন পরীক্ষা-নিরীক্ষার পর এলো দুঃসংবাদ।

নেইমার চলে যাওয়ার পর রেকর্ড ১৪৭ মিলিয়ন ইউরোতে ডেম্বেলেকে কিনে বার্সেলোনা। ১০৫ মিলিয়ন ইউরো নগদ পাবে বরুসিয়া ডর্টমুন্ড। বাকি ৪২ মিলিয়ন ইউরো আসবে বোনাস থেকে। ফুটবল ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বোচ্চ বদলির রেকর্ড। ২০ বছর বয়সী এই খেলোয়াড়ের বাই আউট ক্লজের দাম রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

গত মৌসুমেই ডর্টমুন্ডে নজর কেড়েছিলেন ডেম্বেলে। সে বছর জার্মান ক্লাবের হয়ে ১০টি গোল করেছেন, ২১টি করিয়েছেন। বার্সেলোনার যাওয়ার গুঞ্জনটা চাউর হওয়ার পর আর খেলেননি তাদের হয়ে। সর্বশেষ ৫ আগস্ট জার্মান সুপার কাপে মাঠে নেমেছিলেন তিনি। এরপর অনুশীলনে আসেননি, সেজন্য তাকে সাময়িকভাবে বহিষ্কারও করেছিল ডর্টমুন্ড।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়