Wednesday, September 6

কানাইঘাটে পুলিশের অভিযানে ১৫৫ বোতল ফেনিসিডিল সহ দু’জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে  বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাট মুশাহিদ সেতু থেকে একটি অটোরিক্সা সিএনজি গাড়ী ও ১৫৫ বোতল ভারতীয় ফেনিসিডিল সহ দুই জনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানতে পারেন, জকিগঞ্জ উপজেলা থেকে কানাইঘাটমুখী সিলেট-থ-১১-৮৫৩২ অটোরিক্সা সিএনজি যোগে একদল মাদক ব্যবসায়ী ভারতীয় ফেনিসিডিল নিয়ে কানাইঘাটের দিকে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক থানার ওসি আব্দুল আহাদের নির্দেশে থানার এসআই স্বপন চন্দ্র সরকার, রাজিব মন্ডল, পিযুষ কান্তি দেবনাথ ও এএসআই সামছুল আরেফিন, আব্দুল মান্নান, ডিএসপি’র এএসআই আবু সুফিয়ান সহ একদল পুলিশ সুরমা নদীর মুশাহিদ সেতুতে অবস্থান করে অভিযান পরিচালনা করে দু’টি চটের বস্তায় রক্ষিত ১৫৫ বোতল ভারতীয় ফেনিসিডিল সহ অটোরিক্সাটি আটক করেন। এ সময় বিয়ানীবাজার উপজেলার মাটিজুড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র অটোরিক্সা ড্রাইভার সুমন আহমদ (২৯) ও জকিগঞ্জ উপজেলার আকাকল্যান গ্রামের ছয়াব আলীর পুত্র মাদক ব্যবসায়ী আলা উদ্দিন (৩৭) কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন পর কানাইঘাট থানা পুলিশের হাতে ফেনিসিডিলের একটি বড় চালান আটক করা হয়েছে। এর আগে একসাথে এত বেশি ফেনিসিডিল আটকের ঘটনা ঘটেনি। থানার ওসি আব্দুল আহাদ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ফেনিসিডিল সহ গ্রেফতারকৃত দু’জনকে প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হবে। মাদক, জোয়া খেলা সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স অব্যাহত রেখেছে বলে তিনি জানান।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়