Friday, September 8

রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে কানাইঘাটে জমিয়তে আনসারের মানববন্ধন


কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে কানাইঘাটে বিশাল মানববন্ধন করেছে জমিয়তে উলামা বাংলাদেশের যুব সংগঠন জমিয়তে আনসার বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর কানাইঘাটে তারা এ মানববন্ধন করে। জমিয়তে আনসার কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হারিছ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুফিয়ান হামিদীর পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামা কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, জমিয়তে আনসার কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা আরিফ রব্বানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ বদরুল ইসলাম আল-ফারুক, জমিয়তে আনসার কানাইঘাটের
সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল আজিজ মাহফুজ, সুরইঘাটের আহবায়ক মাওঃ নুরুল ইসলাম সুরাইঘাটী, জমিয়তে তালাবা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসআদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক জুনায়েদ শামসী এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মুমিন রশীদ, কাউন্সিলার ইসলামুদ্দীন, ছাত্র জমিয়ত কানাইঘাটের সভাপতি মাওঃ হাফিজ রিয়াজ উদ্দীন, জমিয়তে তালাবা কানাইঘাটের সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিক বিন মোহাম্মদ প্রমূখ। সভায় বক্তাগণ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যাকে অমানবিক আখ্যা দিয়ে বলেন, অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়