Wednesday, September 6

কানাইঘাটে মধ্যযুগীয় কায়দায় বাক-প্রতিবন্ধীর স্ত্রীকে নির্যাতন

 নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পূর্ব গ্রামে গত রবিবারে শারিরীক ভাবে অসুস্থ এক বাক-প্রতিবন্ধির স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় অমানষিক নির্যাতণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শাবিপ্রবির সহকারী রেজিষ্টার ও তারঁ স্ত্রী সহ ৫ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় নির্যাতিতার ভাই বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায় দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পূর্ব গ্রামের বশির আহমদ চৌধুরীর পুত্র বাক-প্রতিবন্ধি মোহাম্মদ হোসেন চৌধুরীর সহায় সম্পত্তি তারঁ ভাই শাবিপ্রবির সহকারী রেজিষ্টার সুফিয়ান হোসেন চৌধুরী তারঁ পিতা গাছবাড়ী জামিউলুলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বশির আহমদ চৌধুরী সহ পরিবারের লোকজন দীর্ঘদিন হইতে আত্মসাৎ করার জন্য ষড়যন্ত্র করে আসছিল। বাক-প্রতিবন্ধি অসুস্থ স্বামীর সম্পত্তি রক্ষা করার জন্য তার স্ত্রী রুকিয়া বেগম (৪০) ও তার পরিবারের লোকজন এতে বাধা হয়ে দাড়ালে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন বশির আহমদ চৌধুরী গংরা। প্রায় ২মাস পূর্বে বাক-প্রতিবন্ধি মোহাম্মদ হোসেন ধর্ম মন্ত্রণালয় থেকে ৩০ হাজার টাকার অনুদান পান। উক্ত টাকা বাক-প্রতিবন্ধি পুত্রের কাছ থেকে পিতা বশির আহমদ ও ভাই সুফিয়ান হোসেন কলাকৌশল করে নিয়ে যান। ঈদ করার জন্য বাক-প্রতিবন্ধি মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী রুকিয়া বেগম টাকা গুলি ফেরত চাইলে এতে চরম ক্ষিপ্ত হয়ে সুফিয়ান হোসেন চৌধুরী ও তার স্ত্রী শাপলা বেগম (৩০) বশির আহমদের নাতনী মার্জানা বেগম (১৯) গংরা গত রবিবার সকাল অনুমান ৬ টার দিকে বাক-প্রতিবন্ধি মোহাম্মদ হোসেনের বসত ঘরে চড়াও হয়ে লোহার রড লাটিসোটা নিয়ে তার স্ত্রী রুকিয়া বেগমকে ধরে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে অমানষিক নির্যাতণ করে। হামলা কারীরা রুকিয়া বেগমের শরীরে একাধিক স্থানে শারিরীক নির্যাতণ করে রক্তাক্ত যখম করে। এলোপাতাড়ি ভাবে রুকিয়াকে পিটুনির ফলে তার শরিরীর ফুলে গেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে রুকিয়া বেগম উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মামলার বাদী রুকিয়া বেগমের ভাই আবুল হারিছ জানিয়েছেন, তার বোন জামাই শারিরীক ভাবে অসুস্থ ও বাক-প্রতিবন্ধি হওয়ায় তার সম্পত্তি আত্মসাতের চক্রান্ত করা হলে তার বোন রুকিয়া বেগম এসব অন্যায়ের প্রতিবাদ করায় শ্বশুর, শ্বাশুড়ি, দেবর, জ্যা মিলে আমার বোনের উপর যে ধরনের অমানষিক নির্যাতণ করেছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঘটনাটি সামাজিক ভাবে নিষ্পত্তির জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ চেষ্টা চালাচ্ছেন বলে আবুল হারিছ জানিয়েছেন। সুবিচার না পেলে থানায় দায়েরকৃত অভিযোগটির পুলিশি তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের জন্য আইনের আশ্রয় নিবেন বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়