
বিনোদন ডেস্ক: মুম্বাই
বিস্ফোরণের মামলায় শাস্তিস্বরূপ সঞ্জয় জেল খাটেন পুনের ইয়েরওয়াড়া
কারাগারে। তার এই অনুপস্থিতির সময়টায় তার সন্তানেরা জানতো শুটিং এ আছেন
তাদের অভিনেতা বাবা।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎ প্রদানকালে সঞ্জয় নিজেই জানালেন সেই সময়ের তথ্য।
কারাগারে থাকার দিনগুলোতে সঞ্জয়ের দুই ছেলেমেয়ে ইকরা ও শাহরান তাদের মা মান্যতাকে বারবার বাবাকে ফোন করার কথা বলতো। মান্যতা বাচ্চাদেরকে বাধ্য হয়ে বলতেন সঞ্জয় পাহাড়ে শুটিং এ আছেন, সেখানে নেটওয়ার্ক নেই বলে ফোন যাচ্ছে না। ১৫ দিন পরপর একদিন জেল কর্তৃপক্ষ তাকে বাড়িতে কথা বলার সুযোগ করে দিত।
সত্যকে গোপন করছেন কিনা এ প্রসঙ্গে সঞ্জয় জানালেন, ইতোমধ্যেই আমি তাদের সব বলেছি, তবে বিস্তারিত বুঝাতে হলে তাদের বড় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে।
কথা প্রসঙ্গে সঞ্জয় আরো জানালেন, রাজনীতিতে আর আসতে চান না তিনি। দেশ এবং দেশের মানুষের জন্য তার ভালোবাসা অপরিসীম, আর তাই তো জেল থেকে বের হয়েই প্রথমে মাটি ছুঁয়েছিলেন আর সালাম জানিয়েছিলেন পতাকাকে।
এদিকে কারাগার থেকে বের হওয়ার পর সঞ্জয়ের প্রথম ছবি ‘ভুমি’ মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎ প্রদানকালে সঞ্জয় নিজেই জানালেন সেই সময়ের তথ্য।
কারাগারে থাকার দিনগুলোতে সঞ্জয়ের দুই ছেলেমেয়ে ইকরা ও শাহরান তাদের মা মান্যতাকে বারবার বাবাকে ফোন করার কথা বলতো। মান্যতা বাচ্চাদেরকে বাধ্য হয়ে বলতেন সঞ্জয় পাহাড়ে শুটিং এ আছেন, সেখানে নেটওয়ার্ক নেই বলে ফোন যাচ্ছে না। ১৫ দিন পরপর একদিন জেল কর্তৃপক্ষ তাকে বাড়িতে কথা বলার সুযোগ করে দিত।
সত্যকে গোপন করছেন কিনা এ প্রসঙ্গে সঞ্জয় জানালেন, ইতোমধ্যেই আমি তাদের সব বলেছি, তবে বিস্তারিত বুঝাতে হলে তাদের বড় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে।
কথা প্রসঙ্গে সঞ্জয় আরো জানালেন, রাজনীতিতে আর আসতে চান না তিনি। দেশ এবং দেশের মানুষের জন্য তার ভালোবাসা অপরিসীম, আর তাই তো জেল থেকে বের হয়েই প্রথমে মাটি ছুঁয়েছিলেন আর সালাম জানিয়েছিলেন পতাকাকে।
এদিকে কারাগার থেকে বের হওয়ার পর সঞ্জয়ের প্রথম ছবি ‘ভুমি’ মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়