Sunday, September 10

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে কানাইঘাটে গণমিছিল মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক: বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আল্লামা শায়খে লক্ষীপুরীর আহবানে এবং কানাইঘাটের সর্বস্তরের মুসলিম জনতার ডাকে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাট উত্তর বাজারে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গণমিছিল ও প্রতিবাদ মহা-সমাবেশ। উক্ত ঐতিহাসিক গণমিছিল ও প্রতিবাদ মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ রবিবার বাদ যোহর কানাইঘাট বাজার মসজিদ মিলনায়তনে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ বাস্তবায়ন কমিটির এক সভা প্রবীণ মুরব্বী মাওঃ ইসমাইল দুর্লভপুরীর সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওঃ শামসুদ্দীন দুর্লভপুরীর পরিচালনায় অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে সার্বিক বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন, বাজার কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলতাফ হোসেন, হাবিব আহমদ, মোহাম্মদ আলী, মাওঃ ফজলুল করিম, মাওঃ আব্দুল হক, মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী, মাওঃ ইসলাম উদ্দিন, মাওঃ এবাদুর রহমান, মাওঃ হাফিজ জালাল উদ্দিন, আলহাজ¦ আব্দুল মালিক মহাজন, মাওঃ আব্দুল কাদির, মাওঃ আব্দুল মুমিন, মাওঃ মাসুক আহমদ, মাওঃ ইসলাম উদ্দিন, মাওঃ আলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন, মাওঃ ক্বারী গিয়াস উদ্দিন, হাজী জসিম উদ্দিন প্রমুখ। এদিকে ঐতিহাসিক গণমিছিল ও প্রতিবাদ মহা-সমাবেশ সফলের জন্য বাস্তবায়ন কমিটির আহবায়ক শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী এবং সদস্য সচিব মাওঃ শামসুদ্দীন দুর্লভপুরী কানাইঘাটের সর্বস্তরের মুসলিম জনসাধারণকে আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়