কানাইঘাট নিউজ ডেস্ক: জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ চীন। প্রায় ১৫০ কোটি জনসংখ্যার এ দেশে বিচিত্র অনেক কিছুই রয়েছে।
সেরকমই একটি বিচিত্র অনুষ্ঠান হলো 'ঝাল খাওয়ার প্রতিযোগিতা'। সেখানে চীনের বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিযোগীরা ঝাল খাওয়ার এ ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেন।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ২০১৭ সালের প্রতিযোগিতার অায়োজন করা হয় চীনের হুনান প্রদেশে। কারণ গোটা চীনের মধ্যে ঝাল খাওয়ার জন্য বিখ্যাত এই প্রদেশটি।
হুনান প্রদেশের থানহ্য প্রাচীন নগরে অায়োজীত 'ঝাল খাওয়া প্রতিযোগিতা'য় হুনান প্রদেশের লোতি শহরের মিস্টার সু এক মিনিটে ১৬টি কাঁচা মরিচ খেয়ে শিরোপা জিতে নেন।
সেরকমই একটি বিচিত্র অনুষ্ঠান হলো 'ঝাল খাওয়ার প্রতিযোগিতা'। সেখানে চীনের বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিযোগীরা ঝাল খাওয়ার এ ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেন।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ২০১৭ সালের প্রতিযোগিতার অায়োজন করা হয় চীনের হুনান প্রদেশে। কারণ গোটা চীনের মধ্যে ঝাল খাওয়ার জন্য বিখ্যাত এই প্রদেশটি।
হুনান প্রদেশের থানহ্য প্রাচীন নগরে অায়োজীত 'ঝাল খাওয়া প্রতিযোগিতা'য় হুনান প্রদেশের লোতি শহরের মিস্টার সু এক মিনিটে ১৬টি কাঁচা মরিচ খেয়ে শিরোপা জিতে নেন।
খবর বিভাগঃ
অন্যরকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়