কানাইঘাট নিউজ ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ অগাস্টের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা পরিশোধের
আশ্বাস দিয়েছেন গার্মেন্ট মালিকরা। সচিবালয়ে বুধবার শ্রম ও কর্মসংস্থান
মন্ত্রণালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৩৫তম সভায় বিজিএমইএর
সদস্য কারখানার মালিকরা এই প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঈদের আগেই পোশাক কারাখানাসহ সব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আশা করে বলেন, “গার্মেন্টস মালিকরা ঈদুল আজহার আগেই শ্রমিকদের সকল প্রকার পাওনা পরিশোধ করবেন। তবে বেতন পরিশোধে কোনো মালিকের অর্থনৈতিক সমস্যা থাকলে অবশ্যই শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।”
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঈদের আগেই পোশাক কারাখানাসহ সব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আশা করে বলেন, “গার্মেন্টস মালিকরা ঈদুল আজহার আগেই শ্রমিকদের সকল প্রকার পাওনা পরিশোধ করবেন। তবে বেতন পরিশোধে কোনো মালিকের অর্থনৈতিক সমস্যা থাকলে অবশ্যই শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।”
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়