কানাইঘাট নিউজ ডেস্ক:
নেইমারের বিদায়ে ভেঙেছে ‘এমএসএন’ ত্রয়ী। ছন্দ হারিয়েছে বার্সেলোনা।
চিরশত্রু রিয়াল মাদ্রিদের কাছে খুইয়েছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
সবমিলিয়ে বড় ধরণের ধকল যাচ্ছে কাতালান ক্লাবটির উপর।
তবে এতে নুইয়ে না পড়ে লিওনেল মেসির পাশে থাকতে বাকি শিষ্যদের আহ্বান জানিয়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে।
লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে রোববার রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে কাম্প নউয়ে শুরু হবে ম্যাচটি। লা লিগার পথচলার শুরুতে চোটে পড়া লুইস সুয়ারেসকেও পাচ্ছে না বার্সেলোনা। তাই দলটির দুর্ভাবনা বেড়েছে আরও। এ কারণেই বাকিদের উপর কোচের প্রত্যাশাটা বেড়েছে।
ভালভেরদে বলেন, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা ভাগ্যবান যে তাকে পেয়েছি, আমাদের সবার উচিৎ তাকে সাহায্য করা। আর একটু সাহায্য পেলে সে দলের জন্য অনেক কিছুই করতে পারে।
বেটিসের বিপক্ষে সুয়ারেসকে না পাওয়ার ধাক্কা সামলে এগোতে চান এই কোচ, সুয়ারেজকে না পাওয়াটা বড় ক্ষতির। তবে আমি জানি, কিভাবে সুয়ারেজের জায়গাটা পূরণ করতে হবে।
তবে এতে নুইয়ে না পড়ে লিওনেল মেসির পাশে থাকতে বাকি শিষ্যদের আহ্বান জানিয়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে।
লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে রোববার রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে কাম্প নউয়ে শুরু হবে ম্যাচটি। লা লিগার পথচলার শুরুতে চোটে পড়া লুইস সুয়ারেসকেও পাচ্ছে না বার্সেলোনা। তাই দলটির দুর্ভাবনা বেড়েছে আরও। এ কারণেই বাকিদের উপর কোচের প্রত্যাশাটা বেড়েছে।
ভালভেরদে বলেন, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা ভাগ্যবান যে তাকে পেয়েছি, আমাদের সবার উচিৎ তাকে সাহায্য করা। আর একটু সাহায্য পেলে সে দলের জন্য অনেক কিছুই করতে পারে।
বেটিসের বিপক্ষে সুয়ারেসকে না পাওয়ার ধাক্কা সামলে এগোতে চান এই কোচ, সুয়ারেজকে না পাওয়াটা বড় ক্ষতির। তবে আমি জানি, কিভাবে সুয়ারেজের জায়গাটা পূরণ করতে হবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়