Thursday, August 24

কানাইঘাটে সুবিধাবঞ্চিতদের মাঝে হিউম্যানিটি সোশ্যাল অরগানাইজেশন'র ঈদবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে হিউম্যানিটি সোশ্যাল অরগানাইজেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলে সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র ৫২টি পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ২টায় কানাইঘাট বীরদল এন.এম একাডেমি মিলনায়তনে এ উপলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বীরদল এন.এম একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো: মহি উদ্দিনের সভাপতিত্বে এবং হিউম্যানিটি সোশ্যাল অরগানাইজেশন এর সদস্য মামুন আহমদের সঞ্চালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ডা: মো: কিবরিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কাজী নজরুল ইসলাম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ, কানাইঘাট
পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন,বীরদল ইসলামি কিন্ডার গার্টেন এর শিক্ষক ইমরান হোসেন। এসময় হিউম্যানিটি সোশ্যাল অরগানাইজেশন এর সদস্যদের মধ্যে মোস্তাফিজুর,সাব্বির,ইউসুফ,চয়ন,ওয়ালি,শুভঙ্কর,রুকন,সাইদুর,রায়হান,তোফাজ্বল,ফাহিম,জনি,তুহিন,মিছবাহ,আবু শহীদ,তৌফিক এলাহি,মামুন,সুজয় উপস্থিত ছিলেন। হিউম্যানিটি সোশ্যাল অরগানাইজেশন এর সদস্যরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত,প্রতিবন্ধী ও পথ শিশুদের আর্থিক সামাজিক ও শিক্ষাগত ব্যবস্থায় সহযোগীতা,স্বাস্থ্যা সেবা প্রণয়ন,রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তদানে উৎসাহিত ও ফ্রি মেডিকেল টিমসহ সহ নানা ধরনের সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনটি ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়