Sunday, August 20

কানাইঘাটে মাজহাব সংরক্ষণ কমিটির মহাসম্মেলন : ইসলামি বিধান পালনে মাজহাব অনুসরণ করা ওয়াজিব


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটের গাছবাড়ী বাজারে মাজহাব সংরক্ষণ কমিটির উদ্যোগে গত শুক্রবার বিকেলে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। দরগাহে হজরত শাহজালাল (র.) মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে সম্মেলনে আলেমরা বলেন, তাকলিদ মানেন না, এই পৃথিবীতে এমন কোনো মানুষ থাকতে পারে না। যারা কোরআন-হাদিসের ন্যায় তাকলিদ বা মাজহাব মানবে না, তাঁরা ফেতনাবাজ। যারা আহলে হাদিস অথবা লা মাজহাবি দাবি করেন তারা ভুল পথে রয়েছেন। মুসলিম উম্মাহর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মাজহাব। মাজহাব অনুসরণ করা ওয়াজিব। মুসলমানদেরকে ইসলামি বিধান পালনের জন্য মাজহাব আদর্শ হিসেবে অনুসরণ করতে হবে। মায়ের কথায় যদি পিতার পরিচয় জেনে সারা জীবন বাবা ডাকা যায়, তবে কেন ইমামদের অনুসরণে মাজহাব মানতে অসুবিধা? ইসলামি সম্মেলনে সিলেটের শীর্ষ ওলামায়ে কেরামদের বয়ান পেশ করেন কানাইনঘাট দারুল উলুম দারুল হাদিস মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আলীম উদ্দীন দুর্লভপুরি, ঢাকার বারিধারা মাদরাসার
শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মুফতি আবুল কালাম যাকারিয়া, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ড. ইব্রহিম আলী, মাজহাব সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাওলানা মঈন উদ্দিন। মুফতি এবাদুর রহমান ও মাওলানা গিয়াস উদ্দিনের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা হোসাইন আহমদ, শায়খুল হাদিস মাওলানা কাওছার আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আজমত উল্লাহ, মাওলানা জাকির হোসেন, মাওলানা তাহির আহমদ, মাওলানা গোলাম ওয়াহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নুর আহমদ কাসেমী সাবেক চেয়ারম্যান
ফজলে হক, চেয়ারম্যান মাসুদ আহমদ, চেয়ারম্যান আব্বাস উদ্দিন, আলহাজ¦ শামসুদ্দীন, মেম্বার হারুনুর রশীদ, খালেদ সাইফুল্লাহ, কারি হারুনুর রশীদ চতুলী, মাওলানা সালেহ আহমদ শাহবাগি, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল রাজ্জাক, হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ আব্দুল করিম হেলালী ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়