Sunday, August 27

বিষাদে শুরু আনন্দে শেষ

বিষাদে শুরু আনন্দে শেষ

কানাইঘাট নিউজ ডেস্ক: মুখভার নিয়ে সকালটা শুরু হলেও গোধূলিটা ছিল ঝলমলে।

বহুল প্রতীক্ষার টেস্ট। যার জন্য দীর্ঘ ১১ বছর অপেক্ষা।

কিন্তু অনেক আশা-ভরসার সেই ম্যাচের শুরুটা ভুলে যাওয়ার মতো।

দিনের প্রথম মুদ্রা লড়াইয়ে জিতে মাঠে নামে বাংলাদেশ। কোনো কিছু বুঝে ওঠার আগেই টাইগার শিবিরে প্যাট কামিন্স ঝড়। সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ দলের তিন তিনটি মূল্যবান উইকেট। স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই এক এক করে বিদায় নিলেন সৌম্য (৮), ইমরুল (০) আর সাব্বির (০)। অবশ্য চতুর্থ উইকেট জুটিতে সাকিব-তামিমের দায়িত্বশীল ব্যাটিং টাইগারদের লড়াইয়ে এনে দেয় নূন্যতম পুঁজি।

২৬০ রান। বেশ অল্প। তবুও মিরপুরের টার্নিং উইকেটে সংগ্রহটা একেবারে মামুলি নয়। সেটা শেষ বিকেলে হাড়েহাড়ে টের পেলেন ওজিরা। সাকিব-মিরাজদের ঘূর্ণি রীতিমত কাঁপন ধরিয়ে দেয় স্মিথদের। শেষমেশ ১৮ রানে ৩ উইকেট খুইয়ে প্রথম দিনের ইতি টানলেন ড্যারেন লেম্যানের ছাত্ররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হ্যাজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৯ ওভারে ১৮/৩ (ওয়ার্নার ৮, রেনশ ৬*, খাজা ১, লায়ন ০, স্মিথ ৩*; শফিউল ০/৮, মিরাজ ১/৭, সাকিব ১/৩)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়