Tuesday, August 15

কানাইঘাটে আ'লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ব্যতিক্রম আয়োজন ও শোকাবহ পরিবেশে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষ্যে দিন ব্যাপী দলের কানাইঘাট উত্তর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে মাইকের মাধ্যমে কোরআন তেলোয়াত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন সম্প্রচার এবং বাদ আসর উপজেলা আ’লীগের উদ্যোগে কানাইঘাট বাজার জামে মসজিদে সর্বস্তরের নেতাকর্মী ও মুসল্লীদের অংশগ্রহণে এক খতমে কোরআন দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার সময় কানাইঘাট বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস.এম মাহবুবুল আম্বিয়ার যৌথ পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে রফিক আহমদ, মাসুদ আহমদ চেয়ারম্যান, ফখর উদ্দিন শামীম, শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, আ’লীগ নেতা কাউন্সিলার মাসুক আহমদ, ফারুক আহমদ, আজমল হোসেন, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, শ্রমিকলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসেন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর বঙ্গবন্ধু সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বলেন, জাতির জনককে ১৫ আগস্টের কালো রাত্রিতে স্বপরিবারে ঘাতকরা হত্যা করে দেশে হত্যার রাজনীতি শুরু করেছিল। ঘাতকরা মনে করেছিল জাতির পিতাকে হত্যা করে তারা পার পেয়ে যাবে, কিন্তু আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতাকে যারা হত্যা করেছিল তাদের অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। তাঁরই আদর্শকে লালন করে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। শোককে শক্তিতে পরিণত করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়