কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলায় সেতু ভেঙে বন্যার পানিতে মা ও মেয়ের ভেসে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বন্যার পানির তোড়ে সেতুর একপাশের বিশাল গাছ উপড়ে পড়ে যায়। সেই গাছ সেতুর এক পাশ থেকে অপর পাশে যাওয়ার দৃশ্য দেখতে অনেকেই ভিড় জমান। মুহূর্তেই ভেঙে যায় সেতুর একাংশ। সেতুর নিচের দু'পাশও ততক্ষণে ভাঙতে শুরু করেছে।
দু'পাশে অপেক্ষা করছেন বহু মানুষ। সবারই আশঙ্কা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে সেতু। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারও হন কয়েকজন। এবার আসে সেই মা-মেয়ের পালা। তারা অপর প্রান্তে পৌঁছেও যান। কিন্তু বিধি বাম; শেষ রক্ষা হয় না। ভেঙে যায় সেতু। মুহূর্তেই ভেসে যান মা-মেয়ে। তাদের সঙ্গে আরেকজনও তলিয়ে যান।
কিছুদূর ভেসে যাওয়ার পর দেখা যায় তিনজনেরই মাথা। অন্য লোকটি ভেসে যেতে থাকলেও নিজের মেয়েখে উদ্ধারের চেষ্টা করেন তার মা। কিন্তু স্রোতের কারণে মেয়েকে নাগালের মধ্যে পাচ্ছিলেন না তিনি।
সেই মর্মান্তিক ঘটনার ভিডিও ইন্টারনেটে আপলোড হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। তবে ওই তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, তা জানা যায়নি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়