Saturday, August 19

কানাইঘাট মাদ্রাসায় লোভাছড়া পাথর কোয়ারী ইজারাদার ও ব্যবসায়ী কর্তৃক ১০ লক্ষ টাকা অনুদান প্রদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর ইজারাদার ও পাথর ব্যবসায়ী ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার উন্নয়নে ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। এ উপলক্ষ্যে শনিবার বাদ যোহর দারুল উলূম মাদ্রাসার জামে মসজিদে এক খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার গত বছরের ইসলামী বার্ষিক সম্মেলনে লোভাছড়া পাথর কোয়ারীর ইজারাদার জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন ও জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ কোয়ারীর ইজারাদারগণ ও পাথর ব্যবসায়ীদের পক্ষ থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়েছিলেন। শনিবার মাদ্রাসায় উপস্থিত হয়ে এডভোকেট নাসির উদ্দিন খাঁন ও মস্তাক আহমদ পলাশ মাদ্রাসার মুহতমিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী ও নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন দুলর্ভপুরী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে খতমে কোরআন শেষে ঘোষিত অনুদানের নগদ আড়াই লক্ষ টাকা সহ সাড়ে ৭ লক্ষ টাকার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র মাদ্রাসা পরিচালনা কমিটির নীতিনির্ধারক লুৎফুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, কানাইঘাট পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওঃ হাজী ইসমাইল আলী, কানাইঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিন মেম্বার, হাজী বিলাল আহমদ, হবিব আহমদ মেম্বার, কানাইঘাট বাজার বনিক সমিতির সভাপতি সিরাজুল হক খোকন, ইজারাদার হাজী কেরামত আলী, আ’লীগ নেতা ইকবাল হোসেন, শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, সাংবাদিক শাহীন আহমদ,
আমিনুল ইসলাম, মুমিন রশিদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসায় পাথর কোয়ারীর ইজারাদার ও ব্যবসায়ীগণ কর্তৃক ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে ব্যবসায়ীদের কল্যাণ কামনা করা হয়। এ সময় বক্তব্যদানকালে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন দারুল উলূম মাদ্রাসা বৃহত্তর সিলেটের একটি শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান। উক্ত মাদ্রাসার লেখাপড়া সহ সার্বিক উন্নয়নে তার পক্ষ থেকে এবং পাথর কোয়ারীর ইজারাদার ও ব্যবসায়ীদের উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন। পরে উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতমিম আল্লামা মুশাহিদ বায়মপুরীর মাজার জিয়ারত করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়