Thursday, August 24

কানাইঘাট সাতবাঁক ইউপিতে ভিক্ষুকদের পুনর্বাসন ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে গবাদি পশু ও নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করার পর ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদের পরিবারগুলোকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি করার জন্য ২৬টি ভিক্ষুক পরিবারের মধ্যে গবাদি পশু, নগদ অর্থ বিতরণের কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ভিক্ষুক পুনর্বাসন উপলক্ষ্যে সাতবাঁক ইউপির হলরুমে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ সভাপতি জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও ইউপি সদস্য ছাব্বির আহমদের পরিচালনায় ভিক্ষুকদের মধ্যে গরু-ছাগল, হাঁস, নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের অাহবায়ক সাংবাদিক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী। বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জালাল আহমদ, ইউপি সদস্য আব্দুন নুর, হেলাল উদ্দিন মামুন, কানাইঘাট মর্ডাণ সবু সংঘ (কেএমএসএস)’র চেয়ারম্যান আলিম উদ্দিন সোহাদ, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ব্যবসায়ী কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন, জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিল আহমদ, সমাজসেবী হাজী বিলাল আহমদ, শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সদস্য মোঃ মামুন রশিদ, সাংবাদিক আলা উদ্দিন আলাই, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মুমিন রশিদ, সুজন চন্দ অনুপ, ইউপি সদস্য শায়িকুল আলম, জাহাঙ্গীর শামীম কামরুল, রইছ উদ্দিন, ফারুক আহমদ, শফিক আহমদ, নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতিমধ্যে ২৬টি পরিবারের জন্য নিয়মিত সকল বরাদ্ধের চাল, নগদ টাকা, বয়স্ক ভাতা, ইসলামিক রিলিফ, কমল সহ সরকারী, বেসরকারী সকল সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এসময় ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে কানাইঘাট মর্ডাণ সবুজ সংঘের উদ্যোগে সাতবাঁক ইউপির ৭ জন প্রতিবন্ধীকে নগদ অর্থ ও ৩ জন দরিদ্র মহিলাকে ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পৌর আ’লীগের অাহবায়ক জামাল উদ্দিন বলেন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ডের পাশাপাশি দারিদ্রতা দূরীকরণে যে ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে সাতবাঁক ইউপি ইতিমধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত হয়েছে। বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার পর ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা এবং ভিক্ষুকদের পুর্নবাসনের মতো কঠিন কর্মসূচী হাতে নিয়ে তাদের মধ্যে গবাদি পশু, নগদ অর্থ বিতরণ করে পুর্নবাসন করে বাংলাদেশের ইউপি চেয়ারম্যানদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান পলাশ বলেন, সরকারী অনুদানের মাধ্যমে সাতবাঁক ইউপির সকল অভ্যন্তরীন পাকা সড়কের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। দলমত নির্বিশেষে সবার সহযোগিতার মধ্য দিয়ে সাতবাঁক ইউপিকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার পর ভিক্ষুক মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। আজ ভিক্ষুকদের প্রবাসী সমাজহৈতশী ব্যক্তিবর্গ, সমবায় সংগঠন ও সরকারী অনুদানে পুর্নবাসনের কাজ চলছে। ইনশাহআল্লাহ সবাইকে স্বাবলম্বি করার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অপরদিকে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিতরণকৃত ফলজ ও বনজ গাছের চারা সাতবাঁক ইউপির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ এবং ইউপি প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়