Thursday, August 17

৮ জিবি র‌্যামে শাওমির নোট থ্রি

৮ জিবি র‌্যামে শাওমির নোট থ্রি

কানাইঘাট নিউজ ডেস্ক: ৮ জিবি র‌্যামে বাজারে আসছে শাওমির নোট থ্রি। থার্ড জেনারেশন এমআই ফ্যাবলেটটি এই মাসের শেষের দিকেই এমআই নোট থ্রি লঞ্চ করছে। যদি কোনও কারণে আগস্টে এই ফোন বাজারে না আসে, তাহলে সেপ্টেম্বরে এই ফোনের বাজারে আসার সম্ভাবনা বেশি।

শাওমি এমআই নোট থ্রি লঞ্চ করার খবর যে এই প্রথম তেমনটা নয়। জুলাই মাসেই এই ফোন বাজারে আসার কথা শোনা গিয়েছিল।

এমআইইউআই ৯ এবং শাওমি মি ৫এক্স নিয়েই বাজারে আসার কথা ছিল এটির। এই ফোনের ফিচার্স নিয়েও নানান কথাবার্তা রয়েছে। তবে হাতে আসা না পর্যন্ত সেই সব তথ্য কতটা মানা যাবে সন্দেহ।

রিপোর্ট অনুযায়ী, শাওমি এমআই নোট থ্রিতে থাকছে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ১৪৪০পিক্সেলের সুপার অ্যামোলিড ডিসপ্লে। যা তৈরি করেছে স্যামসাং। দুটি ভেরিয়েন্টে বাজারে আসছে ফোনটি। ৬ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ, সঙ্গে স্ন্যাপড্রাগন ৮২১ এসওসি এবং ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি।

রিয়ারে ডুয়াল ক্যামেরা থাকছে। থাকছে অ্যানড্রয়েড ৭.১.১ নউগাট, বেসড অন এমআইইউআই ৯। নন রিমুভেবল ৪০০০এমএএইচ ব্যাটারি। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়