Saturday, August 26

রাতেও ঝকঝকে ছবির নিশ্চয়তায় সিম্ফনি'র পি৮ প্রো

রাতেও ঝকঝকে ছবির নিশ্চয়তায় সিম্ফনি'র পি৮ প্রো

কানাইঘাট নিউজ ডেস্ক: দেশি স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি নিয়ে এলো প্রি ৮ প্রো নামের একটি স্মার্টফোন। এতে রাতের বেলা ছবি তোলার জন্য নাইট মোড ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সাড়ে পাঁচ ইঞ্চি মাপের এইচডি আইপিএস ডিসপ্লের স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেম। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের এই স্মার্টফোনটিতে আছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটির সামনে ৮ ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

সিম্ফনির দাবি, নাইট মোডে স্মার্টফোনটি দিয়ে তোলা যাবে অসাধারণ সব ছবি। সামনের ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য ব্যবহার করা হয়েছে সেলফি ফ্ল্যাশ ল্যাম্প যার মাধ্যমে রাতে উঠবে চমৎকার সেলফি। পেছনের ক্যামেরায় ছবি তোলার জন্য সেন্সর ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স। এতে থ্রিডি সাউন্ড ইফেক্ট রয়েছে।

সিম্ফনি পি৮ প্রোর ব্যাটারি ২ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের। এর দাম ৯ হাজার ৪৯০ টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়