Thursday, August 17

কানাইঘাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা পরিষদের উদ্যোগে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব, ৪নং সাতবাক, ৩নং দিঘীরপাড় পূর্ব ও পৌরসভার অর্ন্তভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৪ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে ও ছাত্রনেতা আল মাহমুদ সাবিলের পরিচালনায় ইউপি কমপ্লেক্স হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগ নেতা কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি ডাঃ ফয়াজ উদ্দিন, কানাইঘাট পৌর কাউন্সিলার শরিফকুল হক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এম. মামুন উদ্দিন, কাউন্সিলার জাহাঙ্গীর আলম জাহান, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মালিকনাহার মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ মাসুক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল। বক্তব্য রাখেন, উপ-কৃষি কর্মকর্তা সাজ্জাদ মিয়া, ইউপি সদস্যা হাসিনা বেগম, মাসুদা বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, কানাইঘাটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে অভিভাবকদের আরো সচেতন এবং শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠদান করাতে হবে। সেই সাথে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজ হৈতশী ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়