Friday, August 11

কানাইঘাটে হবিবুর রহমান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন সিআইডির এএসপি শামীম উর রশীদ পীর


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের আলোচিত হত্যাকান্ড হবিবুর রহমান হত্যা মামলা কানাইঘাট থানা থেকে পুলিশের অধিকতর তদন্ত সংস্থা (সিআইডি) সিলেট জোনে প্রেরণ করার পর নতুন করে মামলার তদন্ত শুরু হয়েছে। সিআইডিতে মামলাটি হস্তান্তরের পর শুক্রবার সাড়ে ৩টায় সরেজমিনে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মামলার সাক্ষী ও হাবিবুর রহমান হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন সিআইডি সিলেট জোনের সহকারী পুলিশ সুপার শামীম উর রশীদ পীর। তদন্তকালে উপস্থিত লোকজন সহকারী পুলিশ সুপার শামীমউর রশীদ পীরের কাছে হবিবুর রহমান হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। শামীমউর রশীদ পীর উপস্থিত লোকজনদের আশ্বস্থ করে বলেন, আমি হত্যান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। হবিবুর রহমান হত্যা মামলাটি আরো গভীর ভাবে তদন্ত করতে তিনি মামলার বাদী নিহতের বড় ভাই আজিজুর রহমান সহ স্থানীয় লোকজনের কাছে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও তিনি এলাকার লোজনদের উদ্দেশ্যে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, যাতে কোন অপরাধ কর্মকান্ডে তারা লিপ্ত না হয়। প্রসজ্ঞত যে, পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে গত ২৩ জুন প্রকাশ্যে দিবালোকে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত সফর আলীর পুত্র হাবিবুর রহমান (২৮)খুন হন। এ ঘটনায় কানাইঘাট থানায় নিহতের ভাই আজিজুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়