Tuesday, August 15

কানাইঘাট বীরদল এন.এম একাডেমিতে জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী কানাইঘাট বীরদল এন.এম একাডেমিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা,পরে হামদ নাত,উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে কানাইঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জার উল্লাহ’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মামুন আহমদ ও শাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মহিউদ্দিন,বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো: মঈনুল হক,মুহিবুর রহমান,ইলিয়াছ আলী,গোসাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী নজরুল ইসলাম, বীরদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল হক,সিনিয়র শিক্ষক গোলাপ মিয়া,সাইফুল ইসলাম প্রমূখ।এছাড়াও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাহিদ আহমদ,সিপাতুর রহমান,আবু সালেহ,সীমা আক্তার। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়