Tuesday, August 15

কানাইঘাট কলেজে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট কলেজের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ মোঃ লোকমান হোসাইন এর সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ বিলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল আলম বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্খিত সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম এখনও শেষ হয়নি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো। তিনি কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করার উদার্ত আহবান জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক দেলোয়ার হোসেন, লিটন চন্দ্র দে, মোঃ হারিছ উদ্দিন, মোঃ ফরিদ আহমদ, সুব্রত কুমার বর্ধন প্রমুখ। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাফিজ মাওঃ মোঃ জাকারিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়