Tuesday, August 22

কানাইঘাটে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাট উপজেলা প্রশাসন চত্ত্বরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কানাইঘাট অফিসের উদ্যোগে র‌্যালী পরবর্তী উপজেলা চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে ফলদ বৃক্ষ মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্বাস্থ্য-পুষ্টি-অর্থ চাই, দেশই ফলের গাছ লাগাই এই স্লোগান নিয়ে উপজেলা চত্তরে দেশীয় বিভিন্ন জাতের ফলদ চারা নিয়ে বেশ কয়েকটি স্টল অংশ গ্রহণ করেছে। পাশাপাশি উপজেলা কৃষি সম্প্রসারন অফিস আইএফএম মাঠ স্কুল বিভিন্ন কৃষক সংগঠন কৃষি পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করে। মেলা উদ্বোধন কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরনের ফলদ বৃক্ষের চারা বাড়ীর আঙ্গিনায় লাগাতে হবে। ফলদ গাছের চারা লাগানোর মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হওয়া যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়