কানাইঘাট নিউজ ডেস্ক: দীর্ঘ ২৩
বছর পর গানের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিভিশনে ফিরলেন রুনা লায়লা। ঈদের জন্য
তৈরি ‘তোমাদেরই গান শুনাব’ অনুষ্ঠানটির মাধ্যমে তার এই আগমণ। সবশেষে তিনি
বিটিভিতে গান গেয়েছিলেন ১৯৯৪ সালে।
‘তোমাদেরই গান শুনাব’ অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুণ অর রশীদ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। ২ আগস্ট অনুষ্ঠারটি বিটিভি’র স্টুডিওতে রেকর্ড করা হয় বলে জানা যায়। আসছে ঈদুল আযহার দিন অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে।
‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘যখন থামবে কোলাহল’, ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’, ‘ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’, এবং ‘কার তবে নিশি জাগো রাই’ রুনা লায়লার কণ্ঠে গাওয়া গানগুলো দিয়েই সাজানো হয়েছে এ অনুষ্ঠানমালা। এছাড়া তিনি আরও দুটি গজলও গেয়েছেন।
রুনা লায়লা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘অনেক দিন পর বিটিভিতে গান গেয়েছি। খুব ভাল লেগেছে। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আঁখি আলমগীর। আর এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে চিত্রনায়ক আলমগীরকে।
‘তোমাদেরই গান শুনাব’ অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুণ অর রশীদ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। ২ আগস্ট অনুষ্ঠারটি বিটিভি’র স্টুডিওতে রেকর্ড করা হয় বলে জানা যায়। আসছে ঈদুল আযহার দিন অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে।
‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘যখন থামবে কোলাহল’, ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’, ‘ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’, এবং ‘কার তবে নিশি জাগো রাই’ রুনা লায়লার কণ্ঠে গাওয়া গানগুলো দিয়েই সাজানো হয়েছে এ অনুষ্ঠানমালা। এছাড়া তিনি আরও দুটি গজলও গেয়েছেন।
রুনা লায়লা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘অনেক দিন পর বিটিভিতে গান গেয়েছি। খুব ভাল লেগেছে। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আঁখি আলমগীর। আর এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে চিত্রনায়ক আলমগীরকে।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়