Saturday, August 19

আরও ৬ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

আরও ৬ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

কানাইঘাট নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল অাজহার পর আগামী ১০ সেপ্টেম্বর থেকে আরো ছয়টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী সংসদ নিবার্চন উপলক্ষে এ দলগুলোর সাথে সংলাপের সময় নির্ধারণ করেছে ইসি।

এসব দলকে শিগগিরই আমন্ত্রণপত্র পাঠানো হবে। এর আগে ২৪ আগস্ট থেকে ছয়টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি আগেই নির্ধারণ করেছিল ইসি।

সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (নিবন্ধন নম্বর ৩৫) ও বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের (নিবন্ধন ৩৪) সঙ্গে সংলাপে বসবে ইসি। একদিন বিরতি দিয়ে ১২ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ খেলাফত মজলিস (নিবন্ধন ৩৩) ও বিকালে ইসলামী ঐক্যজোটের (নিবন্ধন ৩২) সঙ্গে সংলাপ হবে। ১৪ সেপ্টেম্বর সকালে কল্যাণ পার্টি (নিবন্ধন ৩১) ও বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (নিবন্ধন ৩০) সঙ্গে সংলাপ হবে।

ইতিমধ্যে ২৪ আগস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে (নিবন্ধন ৪২) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (নিবন্ধন ৪১), ২৮ আগস্ট বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে (নিবন্ধন ৪০) ও খেলাফত মজলিস (নিবন্ধন ৩৮) এবং ৩০ আগস্ট বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (নিবন্ধন ৩৭) ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে (নিবন্ধন ৩৬) সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল রয়েছে। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়