Sunday, August 27

ফরাসী প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে ৪০ শতাংশ

ফরাসী প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে ৪০ শতাংশ

কানাইঘাট নিউজ ডেস্ক: ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তা কমে আগস্টে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসের তুলনায় জনপ্রিয়তা ১০ শতাংশ কমেছে। রোববার প্রকাশিত এক জনমত জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপেরও জনপ্রিয়তা একই সময়ে নয় শতাংশ কমেছে। জরিপে তার জনপ্রিয়তা ৪৭ শতাংশে দাঁড়িয়েছে। লুপ পরিচালিত জরিপটি জার্নাল দ্যু ডিমেঞ্চ প্রকাশ করে।

গত ৭ই মে’র নির্বাচনের পর পর ম্যাক্রোঁর জনপ্রিয়তা ৬২ শতাংশ ছিল। অথচ এ সময়ের মধ্যে তার জনপ্রিয়তা ২২ পয়েন্ট কমেছে।

তুলনামূলকভাবে ২০১২ সালে একই সময়ে তার পূর্বসুরি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ অনেক বেশি জনপ্রিয় ছিলেন। ওঁলাদের জনপ্রিয়তা ছিল ৫৪ শতাংশ এবং ২০০৭ সালে নিকোলাস সারকোজির জনপ্রিয়তা ছিল ৬৭ শতাংশ।

অনলাইন ও টেলিফোনে ২৫ থেকে ২৬ আগস্টে চালানো নতুন এ জরিপে ৩৬ শতাংশ ম্যাক্রোঁর ওপর মোটামুটি সন্তুষ্ট বলে জানিয়েছে যা আগের তুলনায় ১১ পয়েন্ট কম। এছাড়া চার শতাংশ বলেছে, তারা খুবই সন্তুষ্ট যা আগের জরিপের তুলনায় তিন পয়েন্ট কম। জরিপে এক হাজার ২৩ জন অংশ নিয়েছে।

ফ্রান্সে সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হওয়া ম্যাক্রোঁ শ্রম সংস্কার কর্মসূচি, বাজেট এবং সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেয়ায় সমালোচিত হচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়