Tuesday, August 15

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শোক দিবস পালন


নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ-দোয়া মাহফিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সাঈদ এনামের সভাপতিত্বে ও পরিসংখ্যানবিধ সুবোধ চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ রুবাবা বাশার, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ উৎপলেন্দু বিশ্বাস, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, স্বাস্থ্য সহায়ক ফারুক আহমদ, অফিস সহকারী শামীম আহমদ, রিপ্রেজেন্টিভ বাবন চন্দ্র দাস, সাংবাদিক আলা উদ্দিন আলাই প্রমুখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ এনাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তিনি ডাক্তার, সরকারী কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেছিলেন, আপনারা সবাই কৃষকের টাকা দিয়ে বড় বড় অফিসার হয়েছেন। সেই কথাটি মনে রেখে দেশের জন্য কাজ করবেন। ১৫ আগস্টের কালো রাত্রিতে কিছু বিপথগামী সেনা সদস্য যখন তাঁকে হত্যা করতে গিয়েছিল তিনি বলেছিলেন তোমরা কি চাও? মৃত্যুর জন্য ভীত না হয়ে তিনি জীবন বিসর্জন দিয়েছিলেন। আজ তার হত্যার বিচার হয়েছে, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে আমাদের কাজ করে যেতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়