Tuesday, August 15

কানাইঘাট তৃণমূল ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা তৃণমূল ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ২টার দিকে উপজেলা তৃণমূল ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেক ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে কানাইঘাট কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে এক শোক র‌্যালী কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোক র‌্যালী পরবর্তী তৃণমূল ছাত্রলীগের উদ্যোগে কানাইঘাট বাজার জামে মসজিদে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া- মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। পরবর্তী কানাইঘাট বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শোক দিবসের এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা তৃণমূলের ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেক ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রিজভী, উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা এনামুল হক, শাহীন আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, পৌর তৃণমূলের সভাপতি ইয়াহিয়া ডালিম, সাধারণ সম্পাদক আশফাক হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, মাছুম, আফজল, অনুপ, জয় চক্রবর্তী মুন্না, মারুফ, জাকির, কাহার, রিয়াজ প্রমুখ। আলোচনা সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের মাধ্যমে এদেশের ছাত্র সমাজের অধিকার ও মেহনতি মানুষের অধিকার মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল। জাতির জনককে হত্যা করা হলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতক চক্র। তাই আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার খুনীদের ফাঁসির রায় কার্যকরা হয়েছে। হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়