Tuesday, August 15

শূন্য হাতেও পূর্ণতা খুঁজে পেলেন মিরাজ

শূন্য হাতেও পূর্ণতা খুঁজে পেলেন মিরাজ

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

দলের সঙ্গে থাকলেও মূল ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি মিরাজের। তবুও তৃপ্ত টাইগার সেনসেশন।

‘সফরটা ভালোই লাগল। বড় টুর্নামেন্টে সঙ্গে বড় বড় খেলোয়াড়কে দেখার সুযোগ হলো। আরও ভালো লাগত যদি ম্যাচ খেলতে পারতাম। পুরো মৌসুম খেললে হয়তো ম্যাচ পেতাম। আসলে টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে টিম কম্বিনেশনটা ভাঙতে চাচ্ছেন না।’

এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ার কারণে জাতীয় দলের চলমান অনুশীলন ক্যাম্পে নেই সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। দুজনই বুধবার অনুশীলনে যোগ দেবেন।

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে কয়েক ধাপে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। বসে নেই ওজিরাও। তারাও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়