কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথম
দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্ব ইতিমধ্যে নিশ্চিত করেছে ব্রাজিল।
তারপরেও ব্রাজিলের কোচ তিতে দলের সেরা তারকা নেইমারকে বিশ্রামে না রেখে
ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে মূল দলে রেখেছেন।
আগামী ৩১ আগস্ট ইকুয়েডর ও ৫ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
এই দুই ম্যাচে দলে জায়গা পাননি ডেভিড লুইস ও ডগলাস কস্তা। তবে নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন মিডফিল্ডার লুয়ান। আক্রমণভাবে নেইমারের সঙ্গি গাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো ও তাইসন।
নেইমারের দলবদল নিয়ে তিতে বলেন, সে নতুন চ্যালেঞ্জ, একটি নতুন ক্লাব এবং ক্যারিয়ারের খোঁজে ছিল। মূল বিষয়টা হলো ফুটবল উপভোগ করা। দুটি জিনিস মুখ্য, সমর্থকরা এবং খেলোয়াড়। ক্লাবে তাকে সুখী হতে দিন, মানিয়ে নিতে ও তার সেরাটায় উঠে আসতে দিন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তিতের অধীনে দুর্দান্ত খেলা ব্রাজিলের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩। কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। সমান পয়েন্ট নিয়ে চিলি চতুর্থ ও ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন, কাসিও, এদেরসন।
ডিফেন্ডার: দানি আলভেস, রদ্রিগো কাইও, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: রেনাতো আউগুস্তো, ক্যাসেমিরো, ফিলিপে কৌতিনহো, ফার্নানদিনহো, জুলিয়ানো, লুয়ান, পাওলিনহো, উইলিয়ান।
ফরোয়ার্ড: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার, তাইসন।
আগামী ৩১ আগস্ট ইকুয়েডর ও ৫ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
এই দুই ম্যাচে দলে জায়গা পাননি ডেভিড লুইস ও ডগলাস কস্তা। তবে নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন মিডফিল্ডার লুয়ান। আক্রমণভাবে নেইমারের সঙ্গি গাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো ও তাইসন।
নেইমারের দলবদল নিয়ে তিতে বলেন, সে নতুন চ্যালেঞ্জ, একটি নতুন ক্লাব এবং ক্যারিয়ারের খোঁজে ছিল। মূল বিষয়টা হলো ফুটবল উপভোগ করা। দুটি জিনিস মুখ্য, সমর্থকরা এবং খেলোয়াড়। ক্লাবে তাকে সুখী হতে দিন, মানিয়ে নিতে ও তার সেরাটায় উঠে আসতে দিন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তিতের অধীনে দুর্দান্ত খেলা ব্রাজিলের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩। কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। সমান পয়েন্ট নিয়ে চিলি চতুর্থ ও ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন, কাসিও, এদেরসন।
ডিফেন্ডার: দানি আলভেস, রদ্রিগো কাইও, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: রেনাতো আউগুস্তো, ক্যাসেমিরো, ফিলিপে কৌতিনহো, ফার্নানদিনহো, জুলিয়ানো, লুয়ান, পাওলিনহো, উইলিয়ান।
ফরোয়ার্ড: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার, তাইসন।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়