Friday, August 25

৫ অক্টোবর উন্মুক্ত হতে পারে গুগলের পিক্সেল ২

৫ অক্টোবর উন্মুক্ত হতে পারে গুগলের পিক্সেল ২

কানাইঘাট নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবরে গুগল তাদের পিক্সেল সিরিজের প্রিমিয়াম ফোন পিক্সেল ২ উন্মুক্ত করতে পারে। মোবাইল এর সঠিক তথ্য ফাঁসকারী ইভান ব্লাস-এর মাধ্যমে এই তথ্য জানা গেছে।

নতুন পিক্সেল ২ আগের ফোনের তুলনায় আরও উন্নত করা হয়েছে। বলা হচ্ছে, নতুন স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। বেশ কিছু তথ্যমতে গুগলের পিক্সেল ২ ফোনে থাকবে স্লিম বেজেল। এছাড়াও বেশ কিছু ফাঁস হওয়া তথ্য বলছে, এই ফোনে থাকবে পানিরোধী ফিচার এবং স্কুইজেবল ফ্রেম।

তবে গুগল এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি। তবে মার্চে গুগল নিশ্চিত করেছিল চলতি বছরেই আসছে পিক্সেলের পরবর্তী ফোন এবং ফোনটি সস্তা হবে না।

তবে গুগল তাদের পিক্সেল ফোন দিয়ে মেইন্সট্রিম মোবাইল বাজার সেভাবে দখল করতে পারেনি। তাছারাও ফোনের ফিচারগুলো সেভাবে গ্রাহককে আকৃষ্ট করতে পারেনি। সূত্র: দ্য ভার্জ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়