Friday, August 25

নেপালের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নের সমাপ্তি

নেপালের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নের সমাপ্তি

কানাইঘাট নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার অভিযানও শেষ হয়ে গেল শেষ চারেই। নেপালের কাছে ৪-২ ব্যবধানে হেরে স্বপ্নের সমাপ্তি টেনেছে বাংলাদেশ।  
 
শুক্রবার প্রথম সেমি-ফাইনালে পঞ্চম মিনিটেই বুদ্ধের গোলে এগিয়ে যায় ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ওঠা নেপাল। ৩০তম মিনিটে বাংলাদেশের ডিফেন্স আর গোলরক্ষকের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন আকাশ। ২-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। ৬৪তম মিনিটে নাজমুলের আত্মঘাতী গোলে ব্যবধান আরো বেড়ে যায়। এরপরই নাটকীয় কিছু করার ইঙ্গিত দেন ফয়সাল।
 
জোড়া গোল করে দলকে খেলায় ফেরান এই ফরোয়ার্ড। খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ দেয় বাংলাদেশ। কিন্তু প্রতিআক্রমণ থেকে ব্যবধান ৪-২ করেন ব্রিজেশ চৌধুরি। আর এ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়