কানাইঘাট নিউজ ডেস্ক: গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা এই তিন অববাহিকার মধ্যে গঙ্গার (বাংলাদেশ অংশে
পদ্মা) পানি বৃদ্ধি অব্যাহত আছে, অপরদিকে পানি কমছে ব্রহ্মপুত্রের উজানের
ভারতীয় অংশে এবং মেঘনা অববাহিকার ভারতীয় ও বাংলাদেশ অংশে। বাংলাদেশ পানি
উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ-এর সর্বশেষ বুলেটিনে
বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতলের নুনখাওয়া, চিলমারী, বাহাদুরাবাদ এবং সারিয়াকান্দি পয়েন্টে হ্রাস পেয়েছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা হতে পানির প্রবাহ স্থিতিশীল রয়েছে।
বর্তমান বন্যা পরিস্থিতি বিবরণীতে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র-যমুনার পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা এখন বিপদসীমার প্রায় ৬৭ থেকে ১৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা-ধরলা-দুধকুমার অববাহিকার নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে, এই অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে ।
বুলেটিনে জানানো হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতলের নুনখাওয়া, চিলমারী, বাহাদুরাবাদ এবং সারিয়াকান্দি পয়েন্টে হ্রাস পেয়েছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা হতে পানির প্রবাহ স্থিতিশীল রয়েছে।
বর্তমান বন্যা পরিস্থিতি বিবরণীতে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র-যমুনার পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা এখন বিপদসীমার প্রায় ৬৭ থেকে ১৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা-ধরলা-দুধকুমার অববাহিকার নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে, এই অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে ।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়