Friday, August 11

উ.কোরিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

উ.কোরিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের হামলা চালালে উত্তর কোরিয়ার শোচনীয় পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বেডমিনস্টারে নিজ গলফ ক্লাবে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া যদি নিজেদের অবস্থা থেকে সরে না আসে, তাহলে তাদের অবস্থা হবে বিশ্বের চরম দুর্দশাগ্রস্ত অবস্থা বরণ করা হাতে গোনা কয়েকটি রাষ্ট্রের মতো।

তিনি আরো বলেন, আমি আপনাদের বলব যে উত্তর কোরিয়া যদি আমাদের পছন্দের কেউ, আমাদের প্রতিনিধিত্বকারী কোনো পক্ষ, আমাদের কোনো মিত্র কিংবা আমাদের ওপর কোনো কিছু, এমনকি হামলার কথাও ভাবে, তবে তাদের অবস্থা খুব, খুব শোচনীয় হতে পারে। আমি আপনাদের এটা এ জন্য বলছি যে তাদের অবস্থা এমনটা হবে, যা তারা চিন্তাই করেনি।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে উত্তর কোরিয়া যে হুঁশিয়ারি দিয়েছে, তার জবাবে ট্রাম্প এমন কড়া বাক্যবাণ ছুড়লেন।

জুলাইয়ে দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে মনে করছে উত্তর কোরিয়া। এই পরীক্ষার পরই দুদেশের মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়