Sunday, August 20

অক্সফোর্ডে পড়ার সুযোগ পেয়ে মালালার উচ্ছ্বাস

অক্সফোর্ডে পড়ার সুযোগ পেয়ে মালালার উচ্ছ্বাস

কানাইঘাট নিউজ ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের নারী মালালা ইউসুফজাই।

এর প্রতিক্রিয়ায় নিজের টুইটারে তিনি লেখেন, অক্সফোর্ডে যাওয়ার জন্য আমি ‘উচ্ছ্বসিত’।

বিশ্বের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসে’ পড়ার সুযোগ পেয়েছেন মালালা! এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও অক্সফোর্ডে এ বিষয়েই অধ্যয়ন করেছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। এর পর পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় যুক্তরাজ্যের বার্মিংহ্যামে রানি এলিজাবেথ হাসপাতালে।

তখন থেকে তিনি যুক্তরাজ্যেই বাস করছেন। এরই মধ্যে ২০১৪ সালে ভারতের শিশু ও শিক্ষা অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়