Friday, August 4

কানাইঘাটে বিদ্যুতস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে বিদ্যুস্পৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপির আগফৌদ নারাইনপুর পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের গাছবাড়ী বাজার অভিযোগ কেন্দ্রের কর্মরত লাইনম্যান ওয়াহিদুর রহমান রিপন (২৩) আগফৌদ নারাইনপুর পশ্চিম গ্রামের জামে মসজিদের পাশে পল্লীবিদ্যুতের বিচ্ছিন্ন একটি লাইন মেরামতের সময় বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বাম পায়ের পাতা ও ডান হাতের কজিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখমের চিহ্ন রয়েছে। এদিকে লাইনম্যান ওয়াহিদুর রহমানের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট পল্লীবিদ্যুৎ-২ এর জি.এম মোঃ আবু হানিফ মিয়া ও কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী নজরুল ইসলাম মোল্লা। ঘটনাস্থল থেকে নিহতের লাশ কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য তার লাশ সিওমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম জানান- লাইনম্যান ওয়াহিদুর রহমান রিপনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। তবে তিনি জানিয়েছেন- রিপন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেখানে বিদ্যুৎ লাইন মেরামত করছিল। জানা গেছে নিহত ওয়াহিদুর রহমান রিপন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নারাইনপুর গ্রামের ইমান আলীর পুত্র। সে অবিবাহিত, এক বছর ধরে গাছবাড়ী পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে কর্মরত ছিল। তার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কানাইঘাট পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়